সূয্যি মামা ডুবছে ধীরে
পাখিরা সব ফিরছে নীড়ে
কুয়াশার চাদর মুড়ে
সন্ধ্যা নামে বনের আড়ে।
কলসী কাঁখে ঘাটে যায়
পল্লীবধু নূপুর পায়
রাখাল ছেলে উদোম গায়
ক্লান্ত মনে বাড়ী ধায়।
হাটের মানুষ ঘরে আসে
মধুর সুরে আযান ভাসে
উলু ধ্বনির উল্লাসে
সন্ধ্যা প্রদীপ গৃহে হাসে।