ঝরনা-পাহাড়, খাল-বিল
রাঙা মাটির দেশ,
ঘোড়দৌড় আর ষাঁড়ের লড়াই
জমে উঠে বেশ!
প্রভাত কালের অরুন উদয়
রাঙা মুখে আসে,
সোনালী ধান মাঠের পানে
দোল খেয়ে হাসে।
আঁকা বাঁকা নদী-নালা
চলছে সাগর দেশে,
পাহাড় থেকে ঝরনা ধারা
নামছে আপন বেশে।
টিলার উপর চা বাগান
সাজানো সারিসারি,
মেয়ের দল তোলে পাতা
মাথায় বেঁধে ঝুড়ি।
পাল তোলা নৌকা গুলো
নদীর বুকে চলে,
মেঠো পথে চালায় গাড়ি
গাড়োয়ানের দলে।
সুন্দর বনে সুন্দরী গাছ
গুল পাতাদের ভিড়ে!
বাঘ হরিণ আর বানর
সারাটা বন জুড়ে।
গজারি আর শাল-সেগুন
ভাওয়াল গড়ের গাছ,
পাহাড় দেশের মাচার ঘরে
উপজাতির বাস।
বন বাঁদারে পাখীর দল
মনের সুখে ছুটে,
নানান জাতের রঙ্গিন ফুল
বাগ বাগিচায় ফুটে।
রঙ বেরঙের প্রজাপতি আর;
ভ্রমর গুলো কালো,
ঝোপে ঝাড়ে জোনাকী পোকা
জ্বালিয়ে রাখে আলো।
রক্তমাখা চাদর গায়ে
কৃঞ্চচুড়া দোলে!
বাদল দিনে বর্ষার রানী
নাচে পেখম তুলে।
ঢেউয়ের তালে সাগর জলে
জোয়ার ভাটা'র খেলা,
রাতভর আকাশ জুড়ে,
চাঁদ তারার মেলা।
চীনা মাটি, চুনা পাথর
আছে জল প্রপাত,
তাজিনডং ঠাঁয় দাঁড়িয়ে
আকাশ সীমায় হাত!
বান্দরবান আর খাগড়াছড়ি
রুপের নাই শেষ!
সাগর মাঝে শতদ্বীপ
জেগে আছে বেশ।
কুয়াকাটা'র সূয্যদয়
দেখতে লাগে বেশ!
ব-দ্বীপ নামে খ্যাতি যার
রূপের দেশ, বাংলাদেশ।