সিংহমামা ঝিমোয় বসে
তাহার নাকি সর্দি!
বনবাসীকে ডাকেন তিনি
ছেড়ে দিতে গর্দি।

শুনে ভাল্লুক বাজায় ঢোলক
মনে লাগে দোলা,
কাঠবিড়ালি’র নাচন ধেই ধেই
ভোটের হবে খেলা।

চিতা বলে- শোন মামা
ভোটের দরকার নাই,
আমার দলে গোটা কয়েক
মন্ত্রী শুধু চাই।

শেয়াল পন্ডিতের মিষ্টি কথা
“মহারাজের জয়”
তেমন কিছু চাইনা আমি
দপ্তর যদি হয়।

বনগরুটা আসল তেড়ে
আমিই যোগ্য রাজা!
ছোট্ট খরগোস ভয়ে বলে
বাজা রে ঢোল বাজা।

লাফায় বানর গাছের ডালে
কোমর বাঁধে কষে,
সবি যদি তাদের চাওয়া
মোদের দোষ কিসে?

কোমর দোলায় ময়ূর পঙ্খী
আয়রে তোরা জুটে,
সাপ-বেজি আমার দলে
খেলা হবে মাঠে।

চিত্রা হরিণ কেঁদে বলে
চাই সবার ক্ষমতা,
বনভুমি হচ্ছে উজাড়
নেইকো মাথা ব্যথা।