সুয্যি মামার যায়না দেখা
সকাল-দুপুর বিকাল বেলা,
সারাদিন হিমেল হাওয়া
অঝর ধারায় বৃষ্টির খেলা।
বৃষ্টি জলে কাদা মেখে
গড়াগড়ি শিশুর দলে,
বাবুই পাখির বাসা গুলো
দুলছে হাওয়ার তালেতালে।
জাল নিয়ে যায় বিলের ধারে
মাছ ধরতে ছেলের দলে,
গরু-বাছুর গোয়ালে রেখে
ঘাস কাটবে রাখাল ছেলে।
সকল লোকের কষ্ট অতি
বাদল দিনের চলাফেরা,
বউ ঝিয়েরা ঘরের কোনে
বসে থাকে ধৈয্য হারা।
সন্ধ্যা হলেই বৃষ্টি থামে
আকাশ তারায় পুরো,
কাক ডাকা সেই ভোর হতে
আবার বৃষ্টি শুরু।
কাজ কর্মের ব্যঘাত ঘটে
দিন মজুরের কষ্ট,
বাদল দিন শেষ হলেই
সবার মনে তুষ্ট।