আজব দেশের আজব কান্ড
তোমরা কিছু জান?
কাজ কর্মে উল্টা-পাল্টা
মন দিয়ে তা শুন।
বলদ রেখে ছাগল দিয়ে
চাষ করে চাষী,
ধানের বদলে সারা মাঠে
বুনে শুকনো ভূষি!
বৌ-ঝিয়েরা রান্না ফেলে
কাজ করে মাঠে,
জল ভরিতে পুরুষ যায়
কলসী কাঁখে ঘাটে।
দিন দুপুরে ঘুমায় লোকে
জাগে রাত্রি বেলা!
নাওয়া-খাওয়া ভূলে গিয়ে
খেলে পুতুল খেলা।
নদীর মাঝে রিক্সা চালায়
সড়ক পথে ট্রলার!
আজব দেশের কান্ড দেখ
আছে কিছু বলার?