ভোরের পাখি কিচির মিচির
তড়িৎ জেগে উঠি,
প্রতিবেশী বন্ধু সহ
মাছের নেশায় ছুটি।
যেথায় পানি ক্ষেতের কোনে
ঘিরে দিই বাঁধ,
পানি সেচে মাছ ধরিব
মনে কতই সাধ।
দু’চারটা ডানকিনা মাছ
লাফায় শুধু ব্যাঙ,
কাদায় পড়ে গড়াগড়ি
সামনে বাড়াই ঠ্যাং।
দ্বি প্রহর বেলা হল
মাছের হদিস নেই,
পেটের ক্ষুধায় ক্লান্ত হয়ে
বাড়ি রওনা দিই।
কাদামাখা শরীর দেখে
বকুনি দেন মা’য়,
কানটা ধরে আপু বলে
গোসল সেরে আয়।