বাড়ির পাশের বাঁশ বাগানে
বকের দল ভিড়ে,
সারা রাত্র সেথায় থাকে
যায় না কোথাও দুরে।
সাত সকালে দলবেঁধে সব
হাওর পানে চলে,
মা বকটি যায় না দলে
ছোট্ট ছানা ফেলে।
দিনভর খালে বিলে
মাছের নেশায় ঘুরে,
চিংড়ী পুঁটি কাছে পেলেই
লম্বা ঠোঁটে ধরে।
দু’চারটে আটকা পড়ে
শিকারীর ফাঁদে,
জোড়া বকটির ভীষণ কষ্ট
একা বসে কাঁদে।
খেয়ে-দেয়ে বকের দল
তৃপ্তি মনে ঘুরে,
সারা দিনের ক্লান্তি শেষে
ফিরে আসে নীড়ে।