গাঁয়ের নামটি বেঙ্গালা
কুমোর জাতির বাস,
মাটির তৈরী হাঁড়ি-পাতিল
বানায় বারো মাস।
মৃৎ শিল্পী কুমোর পাড়ার
প্রতি ঘরে ঘরে,
নানান রকম খেলনা জিনিস
নিখুঁত তৈরী করে।
সকাল থেকে সন্ধ্যা বেলা
ব্যস্ত সবাই কাজে,
কাদা মাটির তৈরী জিনিস
শুকায় রোদের মাঝে।
মাটির জিনিস পাকা করে
আগুন দিয়ে পুড়ে,
হাঁড়ি পাতিলের ঝাকা মাথায়
পাড়ায় পাড়ায় ঘুরে।
বউ ঝিয়েরা মিলেমিশে
সারাটা দিন খাটে,
খেলনা জিনিস রং লাগিয়ে
বেচে মেলার হাটে।