নিপুন হাতের কারুকার্য্য
বাবুই পাখী জানে,
শিল্পী পাখী খ্যাতি যার
দেশ জুড়ে চেনে।
দলবেঁধে তালগাছে
বাবুই বুনে বাসা,
নিজের ঘরে থাকবে সুখে
মনে জাগে আশা।
সারা বছর কিচির মিচির
থাকে ডালে ডালে,
বাসা বাঁধার সময় হলে
নাওয়া খাওয়া ভূলে।
বাবুই পাখী ঠোঁট দিয়ে
আঁশ কেটে আনে,
ঝড়ের দিন আসার আগেই
বাসা গুলো বুনে।
ঝড় তুফানে অনেক বাসা
দুমড়ে মুচড়ে পড়ে,
বাবুই পাখী কষ্ট পায়
কালবৈশাখী ঝড়ে।