সবাই শ্রমিক আপন কাজে
কামার-কুমোর, তাঁতী জেলে,
দেশের শিল্প সচল রাখতে
খাটছে কত মেয়ে-ছেলে।
বিদ্যাপীঠে শিক্ষাগুরু
ছড়িয়ে দেন জ্ঞানের আলো,
তাঁদের শ্রম আর ঘামে তৈরী
জ্ঞানী-গুনী মানুষ গুলো।
রাত জেগে কষ্ট ভুলে
সব সেবিকা রোগীর পাশে,
কত মুমুর্ষ শয্যাশায়ী
তাদের সেবায় প্রাণে বাঁচে।
অন্ন জোগায় সবার মুখে
আমার দেশের চাষী,
রোদে পুড়ে ঘামে ভিজে,
তবুও মুখে হাসি।
লজ্জা মোদের হয় নিবারন
দর্জি বাড়ীর প্রতিদান,
তাদের তৈরী পোষাক পড়ে
বাঁচে সবার মান-সম্মান।