চৈতী হাওয়ার দিন ফুরিয়ে
রাঙা প্রভাত আসে,
নববর্ষের নতুন দিনে
বাংলা উঠুক হেসে।
হরষে দোলক মানব হৃদয়
কষ্ট-গ্লানি ভুলে,
বৈশাখ আসুক আপন সাজে
ঊষার দুয়ার খুলে।
হারিয়ে যাক স্মৃতির পাতা
পুরানো সব ভিড়ে,
দু’চোখ জুড়ে স্বপ্ন শুধু
নতুন আশা ঘিরে।
ক্লান্তি-বিষাদ হোক অবসান
নতুন ঊষার আলোয়,
নববর্ষের প্রথম দিবস
কাটুক সবার ভালোয়।