গাঁয়ের পাশে তোষাই নদী
জল টলটলে,
পাল উড়িয়ে সারিসারি
ডিঙি নৌকা চলে।
কার্তিক মাসে যায় শুকিয়ে
গরু-মহিষ চড়ে,
ছেলে-মেয়ে কাদা জলে
চিংড়ি পুঁটি ধরে।
রবিশস্য চাষ করে
নদীর দুই ধারে,
ধানের বীজ বুনে কৃষক
নদীর তীরে তীরে।
বৈশাখ মাসে আউশ বুনে
চৈত্র মাসে পাট,
বর্ষা এলে অথৈ জলে
ভরে নদীর ঘাট।