ছাত্র সমাজ দেশের সেবায়
এগিয়ে আসে হেসে,
নিজের জীবন বিলিয়ে দেয়
আমার সোনার দেশে।
একাত্তরের ছাত্র সমাজ
সাম্য গড়ে তারা,
তাড়িয়ে ছিল ভিনদেশীদের
শত্রু ছিল যারা।
আজকে কেন বিদ্যাপীঠের
এমন করুন বেশ,
দুর্নীতি আর ধান্দাবাজি’র
কবে হবে শেষ?
বই-খাতা আর কলম ফেলে
অস্ত্র হাতে হানাহানি,
হল দখল আর ভর্তি নিয়ে
শিক্ষালয়ে খুনাখুনী।
সহিংসতায় ভরিয়ে তোলে
বহিরাগত তারা;
নিরপরাধ লাশ হয়ে যায়
মেধাবী মুখ যারা।