কুয়াশার চাদর
ভানুহীন অধর
শীতে থরথর
প্রকৃতি নিথর।

আগুনের কুন্ডলি
ঘিরে সকলি
ভোজে পিঠাপুলি
মুড়ি, গুড়পাটালি।

কিরন উজ্জ্বল
আড্ডায় ছেলেদল
ঘাসে কণাজল
মুক্তার ঝলমল।