আম বাগানের ছায়ার তলে
পাতা খেলাঘর,
ছুটির দিনে সবাই মিলে
খেলে দিনভর।

সুইটি-রনটি, নিঝুম-সন্ধ্যা
সোহাগ-বকুল, রনি
প্রতিবেশী আরও আসে
মুন্নি-ডলি, মনি।

ছুটির দিনে খোকাখুকু
খেলাঘরে আজ,
সারাটি দিন ব্যস্ত সবাই
করছে অনেক কাজ।

রাখাল সেজে সোহাগ যায়
গরু নিয়ে মাঠে,
নুন-তেল আর মরিচ কিনতে
বকুল যায় হাটে।

সুইটি-রনটি ঘাটে যায়
কলসী নিয়ে কাঁখে,
নিঝুম-সন্ধ্যা মাছ ধরতে যায়
তোষাই নদীর বাঁকে।

গিন্নি সেজে মুন্নি-ডলি
বাড়ীর কাজ করে,
তারই ফাঁকে ছোট্ট মনি
বইনে বসে পড়ে।

এমনি ভাবে খোকাখুকু
ছুটির দিনে খেলে,
সন্ধ্যা হলে আপন মনে
সবাই যায় চলে।