ধবধবে সাদা আলো
জানালার পাশে,
জেগে দেখি চাঁদমামা
একা আকাশে।

একাএকা চাঁদমামা
নেই কারো সাড়া,
তারা গুলো চারিদিকে
দেয় পাহারা।

কালো মেঘ ধেয়েধেয়ে
আকাশে মেলে,
তারই সাথে চাঁদমামা
লুকোচুরি খেলে।

অগোছালো বাতাসে
মেঘ গুলো ছুটে,
মাঝরাতে কাশবনে
শেয়াল ডেকে উঠে।

ছড়িয়ে আলোর বন্যা
নিঝুম রাতে,
মিতালি খেলে চাঁদ
পৃথিবীর সাথে।

জোনাকিরা দল বেঁধে
আলো জ্বেলে আসে,
তাইনা দেখে চাঁদমামা
মিটিমিটি হাসে।