চুমকি মনি খুকির পুতুল
জন্মদিন আজ,
নাওয়া-খাওয়া নাইযে খুকির
গায়ে রঙিন সাজ।
খুকির বাড়ী জন্মদিন
ঢাক-ঢোল বাজে,
পুশি বিড়াল মন দিয়েছে
ঘর সাজানোর কাজে।
নাকে নোলক, কানে দুল
হাতে সোনার চুড়ী,
খুকির পুতুল পড়েছে আজি
বেনারসি শাড়ী।
নুডুলস্-সেমাই, পায়েস-লুচি
নাহি কিছু বাদ,
জন্মদিনে আসুক সবাই
খুকির জাগে সাধ।
মস্তবড় কেক আর
রঙিন মোমবাতি,
জন্মদিনে পুশি বিড়াল
চুমকি মনির সাথী।