ধুলো দিয়ে ভাত রাঁধে
দুর্বা ঘাসের তরকারী,
আপন মনে খেলা করে
সারাটি দিন দেয় পাড়ি।

কাঁঠাল পাতার মাছ আর
মাংস কচুর ডাটা,
মিছামিছি মরিছ বাটে
ইটের তৈরী পাটা।

বাঁশের কঞ্চির ছোট্ট ঘর
কলা পাতার বেড়া,
খোকা খুকুর কাছে সেটা
টিনের চেয়েও সেরা!

গরু-ছাগল সবি আছে
তৈরী মাটি দিয়ে,
খোকা-খুকু খুশি হয়
ধুলোর ফসল পেয়ে।

রান্না শেষে খোকা-খুকু
ধুমধাম খায়,
ধুলোবালি ফেলে দিয়ে
আপন ঘরে যায়।