অত:পর হব আমি কবি! ভাবনাটা নয় মন্দ,
কলম হাতে লিখতে বসি হয়না লিখায় ছন্দ।
ছন্দ ছাড়া নয় কবিতা,
রোজই ধরে মাথা ব্যথা।
নিত্য লিখি শতক পৃষ্টা, পাইনি খুঁজে অন্ত মিল,
অজ্ঞ হাতের বিজ্ঞ লিখায় প্রতিবেশীর কথার ঢিল!

হঠাৎ ভাবি কবিতা নয়, লিখবো শুধু গল্প,
পথের মেয় পরিবালা তাকে নিয়েই কল্প।
রাতের ঘুম হারাম করি,
অবলীলায় কলম ধরি।
ফলাফল শূন্যের কোটায়; নাহি মরি লাজে!
কবি আমার চাই হওয়া হৃদয়ে বীণ বাজে।

লিখবো সনেট ভাবি এবার, তবুও হব কবি
পাঠ করি রোজ মধুসূদন, পের্ত্রাকা'র কাব্য সবি।
উদাস কবির ভাব হৃদয়ে,
ভাবি বসে নিরাশ হয়ে।
চৌদ্দ অক্ষরের চৌদ্দ চরন, মাত্রা-ছন্দ খোঁজা,
অষ্ট আর ষটক মিলে সনেট নাকি সোজা?

দুপুর গড়িয়ে বিকেল শেষে সন্ধ্যা নামে ধরায়,
কবি হওয়ার স্বপ্ন বুঝি অন্ধকারে গড়ায়!
সনেটীয় ভূত চাপে ঘাড়ে,
নিতুই বসি নদীর ধারে।
ছন্দ-মাত্রা শব্দ চয়ন, সবি যে বেতাল!
ডায়েরীর পাতা বলে টা টা, "দেখা হবে কাল"।


রচনাকাল- ২৪ নভেম্বর ২০১৬ ইং
মুন্ডা, উত্তর খান, ঢাকা।