মানুষ পশুর নেই ভেদাভেদ এই সমাজের মাঝে!
শ্রেষ্ঠ জাতি জন্মে মানুষ কর্মে পশু সাজে!
বিবেক জ্ঞানের মানব যখন হিংস্র পশুর কাজে!
বনের সকল পশু মিলে ঘোমটা টানে লাজে!


রচনাকাল- ১২ জানুয়ারী ২০২০ ইং
মুন্ডা, উত্তর খান, ঢাকা।