সারাক্ষন ফেসবুকে হাতে স্মাট ফোন,
গান গায় একা একা করে গুনগুন।
ঘুমজাগে বেলা বারো তাই প্রতি রোজ,
হাতমুখ ধোয়া বাদে সেরে নেয় ভোজ।
জলভাত নুন দিয়ে কাঁচা মুলো সাথে,
ঘষামাজা করে দাঁত স্নান সারে রাতে।
বাচালতা করে রোজ বাড়ি বাড়ি যান,
সারা গাঁয়ে ঘুরে ফিরে যায় দিনমান।
নিজ বাড়ি ফিরে গেলে বাপে দেয় তাড়া,
"আপনার কাজ পেলে ঘুর সারা পাড়া?"
কুঁড়ে লোক হয়ে থাকা তোকে নাহি সাজে!
সময়ের দাম দিয়ে মন দাও কাজে।
সুখপাখি ধরা দেবে পাবে মনে সুখ
কর্মঠ হলে তুমি দুর হবে দুখ।
পুঁতি জ্ঞান শেখে যারা ছুটে পাঠশালে,
শিরখানি উঁচু করে বাঁচে ধরাতলে।