কার ইশারায় মেঘমালারা শূন্যে ভাসে?
ধরাতলে ফোটায় ফোটায় বৃষ্টি আসে,
রাত পেরিয়ে আঁধার কেটে আলো ফুটে,
নিশিত জেগে তারার ভিড়ে চন্দ্র হাসে।
কার দয়াতে সকল প্রাণীর জীবন বাঁচে?
ভিন্ন স্বাদের ফলগুলি হয় গাছে গাছে,
সার জাহান উষ্ণতা পায় সূর্যালোকে,
কানন জুড়ে সুবাসিত পুষ্প নাচে।
কার ইশারায় সৌর জগত ঘুর্নি পাকে?
জীবাত্মা টা বের হয়ে যায় মৃত্যু ডাকে,
অস্ত উদয় নিত্য আসে নিয়ম মেনে,
দুই দরিয়া মিলন হয়েও তফাৎ থাকে।
কার দয়াতে শস্য দানায় ফসল ফলে?
বিচিত্র সব প্রাণীর বসত সাগর জলে,
পর্বত মালা ঠাঁই দাঁড়িয়ে মাটির পরে,
সকল জীবের রিজিক আসে ধরাতলে।