কিসের সমাজ কিসের নীতি,
পচনধরা নগ্ন প্রীতি!
চাইনি অমন
সমাজটাকে!
কালো টাকায় সমাজপতি,
প্রশ্নবিদ্ধ চলার গতি!
গরিব ঘুচায়
অভাবটাকে!
আইনের রক্ষক ভাঙ্গে আইন,
টাকার জোরে পাল্টে লাইন!
মৌন থাকে
"সুজন" যারা!
ভোগ্য পণ্যে প্রধান নারী!
আছে যাদের টাকার কাড়ি।
আইনের চোখে
সতী তারা!
রচনাকাল- ১৫ আগস্ট ২০২১ ইং
মুন্ডা, উত্তর খান, ঢাকা।