চৈতী দিনের বেলা শেষে
হাসবে কিরন নবোদয়ে,
এসো নববর্ষ এসো
মানব ঘরে দ্বিগীজয়ে।
নবনীতা’র স্নিগ্ধ ছোঁয়ায়
উঠবে জেগে বসুন্ধরা,
বৃক্ষ শাখে নতুন কুঁড়ি
বাতায়ন পুষ্পে ভরা।
হৃদয় নাচে পূবের হাওয়ায়
নব দিনের আগমনে,
নানান জাতের পাখির ডাক
মুখরীত গাঁয়ের বনে।
শোভাযাত্রার মিলন মেলায়
প্রানীত হোক ধরনী,
উল্লাসে আর উৎসবে আজ
বোশেখ করে বরনী।
বিবাদ যত মিটে যাক
শান্ত হউক ধরা,
পূণ্যতায় ভরে উঠুক
দুর হোক খরা।