আবির মাখায় আকাশ খানায়
ফাগুন দিনের সাঁঝের বেলায়
বকুল তলার নির্জনতায়
হৃদয় কোনায় স্বপ্ন দোলায়!


রচনাকাল- ১৫ নভেম্বর ২০১৬ ইং
পাগাড়, টঙ্গী, গাজীপুর।