জ্যোৎস্নায় আলোকিত দ্বি প্রহর রাতে,
চাঁদ মামা জেগে আছে তারকার সাথে।
মিটিমিটি তারাগুলো ঢেকে যায় মেঘে,
মেঘ গুলো উড়ে যায় বাতাসের বেগে।

সুনসান নির্জন শেয়ালের হাঁক,
আলো জ্বেলে উড়ে যায় জোনাকির ঝাঁক।
থেকে থেকে ডেকে উঠে শ্মশান কুলি,
ঝিরিঝিরি বাতাসে দোলে ফুল গুলি।

কুকুরের ঘেউ ঘেউ ডাক শোনা যায়,
নারিকেল পাতা নড়ে পূবালী বায়।
খাবারের খুঁজে উড়ে নিশাচর পাখি,
হুতোম পেঁচা গুলো করে ডাকাডাকি।

চলাফেরা নেই রাতে পথ ঘাট ফাঁকা,
রুপা ঝরা কিরণে চারিদিক ঢাকা।
নির্জন রাতে আজ পুলকিত মন,
মায়াভরা জ্যোৎস্নায় জাগে শিহরণ।


রচনাকাল- ২১ ডিসেম্বর ২০২৪ ইং
পাগাড়, টঙ্গী, গাজীপুর