চিনতে নাকি বঙ্গবাসী
মুক্তি সেনা চিনতে?
আপন প্রাণ বিলিয়ে দিল
সোনার বাংলা কিনতে!
স্বদেশ আমার বঙ্গ ভূমি
পাক শাসনে চলত,
প্রতিবাদের প্রতি ধ্বনি
মুখে সবাই বলত।
স্বদেশ মায়ায় বঙ্গ বাসী
যন্ত্রণা সব সইত,
পাক শাসকের অত্যাচারে
ধৈর্য ধরে রইত।
পাক শাসকের হিংস্র থাবায়
বঙ্গ যখন থমকে যায়,
অকুতোভয় মুক্তি সেনা
দেশের টানে হাত বাড়ায়।
শাসক যখন শোষক রুপে
আঘাত হানে বঙ্গে,
হুংকার ছেড়ে গর্জে ওঠে
বাঙালী একসঙ্গে।