মনের কথায় চলি ফিরি
মনের কথায় থামি,
আমার মনের সাথেই যেন
মিশে থাকি আমি।
মন যদি চায় শূন্য মাঠে
সেথায় ছুটি আমি,
মনের বিরোধ হই না কভু
তার চাওয়াটাই দামি।
মন না চাইলে আপন কাজে
মন বসেনা ঘরে,
সে মনেরই আভাস পেলে
নয়ন যুগল ঝরে।
মনের বলে ছুটি আমি
বাউল সেজে পথে,
হঠাৎ আবার হারিয়ে যাই
মন মহুয়ার রথে!
রচনাকাল- ১ মে ২০১৮ ইং
মুন্ডা, উত্তর খান, ঢাকা।