মধ্যবিত্ত কষ্ট নিত্য
নীরব ব্যথায় কাঁদে বুক!
দু'চোখ টলমল দৃষ্টি অটল
হাসিমাখা তাদের মুখ।


রচনাকাল- ১৬ জুলাই ২০২৪ ইং
মুন্ডা, উত্তর খান, ঢাকা।