কোন একদিন পরাণ পাখি আমায় ছেড়ে উড়বে
সেইদিন দেখবি চেয়ে, নিথর দেহটা
ধুলোয় লুটিয়ে পড়বে!

চোখের লোনা জলে কপোল ভিজিয়ে দিয়ে
আহাজারি কান্নায়, আত্মীয়-বান্ধব
আমায় জড়িয়ে ধরবে!

সে দিনের পর আর থাকবো না পাশে কভু
বন্ধুর পথে একাকী জীবন
নিজের মতো করে গড়বে!


রচনাকাল- ১২ ডিসেম্বর ২০১৯ ইং
পাগাড়, টঙ্গী, গাজীপুর।