কারো চোখের ইশারায় এবিজয় আসেনি,
আসেনি পদ্মা-মেঘনা, যমুনার জোয়ারে ভেসে!
কোন রমনীর ভালবাসার টানে; অথবা
চুপিচুপি রাতের আঁধারে।
এবিজয় আসেনি শীতের হিমেল বায়ে,
আসেনি সাগরের উত্তাল ঢেউয়ে!
রাখালের বাঁশির সুরে; অথবা
দিবালোকে স্বপ্নের ঘোরে।
এবিজয় এসেছিল
দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধে,
শত সহস্র মা-বোনের ইজ্জত; আর
লাখো শহীদের রক্তের বিনিময়ে।
সাতকোটি বাঙালীর উপর নির্মম অত্যাচার
হায়েনার দল মেতেছিল রক্তের হোলি খেলায়!
নদীর স্রোতে নিত্য ভেসেছিল মানুষের লাশ
লাশের গন্ধে বাতাস ভারি হয়ে উঠেছিল !
বাংলার সোনার মাঠ হয়েছিল রনাঙ্গন!
মা হারিয়েছিল তার আদরের ধন,
ধর্ষিত হয়েছিল অন্তসত্তা নারী!
রাতের পর রাত নির্ঘুম কেটেছে আপামর জনতা।
সদ্য বিবাহিত যে বোনটি, তার
হাতের মেহেদীর রঙ উঠার আগেই
গায়ে জড়িয়েছিল বিধবার সাজ!
তবেই আমরা পেয়েছি এবিজয়।