জন্ম থেকে জ্বলছে হৃদয়
দুঃখ তাপে নাহি ভাসি
আপন আলো পরকে দিয়ে
উদয় বেলায় রাঙা হাসি!

নিরব নিথর মাটির জমিন
যন্ত্রণা সয় দিবানিশি
বিবেক জ্ঞানের মানব জাতি
নিত্য তাহার বুকে চষি!


রচনাকাল- ৩০ অক্টোবর ২০১৯ ইং
মুন্ডা, উত্তর খান, ঢাকা।