জ্যামের শহর ঢাকা শহর
শিউরে উঠে গা!
জ্যাম ঠেলিয়ে এই শহরে
যায় না রাখা পা।
উপর-নিচে রাস্তা আছে
গাড়ির অভাব নাই,
কতক সময় পরেপরে
জ্যামের দেখা পাই।
নিয়ম নীতির নেই যে বালাই
যেথায় সেথায় থামে,
ইচ্ছেমতো চলে গাড়ি
ডানে কিংবা বায়ে।
মেয়াদ হীন আর ভঙ্গুর গাড়ি
সবই চলে ঢাকায়,
বিনিময়ে অসাধু দের
পকেট ভরে টাকায়!
রচনাকাল- ২৩ অক্টোবর ২০২৩ ইং
মুন্ডা, উত্তর খান, ঢাকা ।