সিণ্ডিকেটের লাগাম ধরে
জোরসে মারো টান!
তাদের উপর নেমে আসুক
মরণ কামড় বান।
বানেরতোরে ধসে পড়ুক
তাদের যত চাল!
চালবাজি রা চুপসে যাবে
সিণ্ডিকেটের পাল।
আমজনতা এক হয়ে যাও
স্ব জোর মারো লাথি!
চিরতরে দাও নিবিয়ে
সিণ্ডিকেটের বাতি।
রচনাকাল- ১৪ সেপ্টেম্বর ২০২৩ ইং
মুন্ডা, উত্তর খান, ঢাকা ।