ছোট্ট ছোট্ট কুড়েঁঘর, সেথা থাকি আমি
চারিদিকে ঘেরা আছে পাকা ধানী জমি।
আমাদের গ্রাম সেটা, নয়’ক শহর
মিলেমিশে আছি সবে, নই কেহ পর।
ধোপা-কুলু-কৃষক; জেলে পাড়াও আছে,
উত্তরে তোষাই নদী গ্রামটির কাছে।
ভেদাভেদ নেই হেথা নেইতো অভাব,
ভিনগাঁয়ে যায় সবি আছে খুব ভাব!
বৈশাখী ঝড়ো হাওয়া, মনে লাগে ডর!
দুমড়ে-মুচড়ে পড়ে কৃষকের ঘর।
ঝোপ-ঝাড়ে চিনাজোঁক কিযে ভয় হয়!
বরষায় গ্রাম জুড়ে কাদা ভরে রয়।
হিমবায়ু কুয়াশা, জীবন কষ্টময়
গাঁয়ের টানে মোদের সবি যেন শয়।