ফাগুন এলে প্রকৃতিরা
নবরূপে আসে,
ফুল-পাখি আর তরুলতা
আনন্দে সব হাসে!

টুকটুকে লাল শিমুল হাসে
হাসে পলাশ ফুল,
গাছেগাছে কচি পাতা
হাসিতে মশগুল!

পথের ধারে অচিন ফুলে
দোলে হেসে খেলে,
প্রজাপতি আপনি হাসে
রঙিন ডানা মেলে!

কোকিল ডাকে মিষ্টি হেসে
বসে তমাল বনে,
গন্ধরাজ ঘ্রাণ বিলিয়ে
হাসে উদাস মনে!

রাতের বেলা দীঘির জলে
চাঁদের ঝিলিক হাসে,
হাসিমুখে জোনাক পোকা
আলো জ্বেলে আসে!

মধুমুখে মৌমাছি দল
হেসে হেসে আসে,
গুন গুনাগুন গানের সুরে
নীল ভ্রমরা হাসে!

হেসে হেসে মন রাঙিয়ে
সূর্য্যি মামা হাসে,
এতো হাসির কান্ড দেখে
সকল মুখই হাসে!


১৬ জানুয়ারি ২০১৫ ইং
পাগাড়, টঙ্গী, গাজীপুর