ফাগুন বুঝি প্রেমের শুরু প্রেম অনলে ভীষণ পুড়ায়,
প্রেম যমুনার অতল জলে নাও ভাসিয়ে পরাণ জুড়ায়!
রূপের ঝাঁপি খুলে দিয়ে প্রকৃতিরা নিত্য সাজে,
দুরুদুরু কাঁপন বুকেও অমনি প্রেমের বীণা বাজে!
বীণার সুরে হৃদয় নাচে ঝাঁপ দিতে ঐ সাগর মাঝে,
মউয়ের বনে অলির দলে যেমন সুখের পরশ খুঁজে।
কোকিল ডাকা ভর দুপুরে উষ্ণ হাওয়া লাগছে গায়ে!
লাল পলাশ আর শিমুল ডালে নাচছে পাখি ঘুঙুর পায়ে।
হাওয়ার তালে দুলছে শরীর লাগছে নেশা চোখের ঘোরে,
প্রণয় বোধে নাড়ছে কড়া নিরস মনের বদ্ধ দোরে।
শীতের বুড়ি ঘোমটা ফেলে তাজা ফুলের সাজায় বাসর!
ফুলের বনে অলির নাচন পূর্ণতা পায় প্রেমের আসর।
দখিন হাওয়ায় ফুলের গন্ধে মনটা যেন ঝরঝরে হয়,
মোহন সুরে বাজায় বাঁশি মন মহুয়ার পূর্ণ হৃদয়।
রচনাকাল- ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ইং
পাগাড়, টঙ্গী, গাজীপুর।