ফাগুনের আগমনে শীত হল দূর,
কুয়াশার ভাজ নেই আলোময় ভোর।
ঝলমলে সোনা ঝরা সকালের রোদ,
ফাগুনের দোলা চালে প্রণয়ের বোধ।
মরুময় অরণ্য ফিরে পেল প্রাণ,
দখিনা সমীরণে মুকুলের ঘ্রাণ।
মুখরিত অলি দল ফুল বাগে নৃত্যে,
গুনগুন সুর তোলে পুলকিত চিত্তে।
ফুল-কলি দোল খায় ফাগুনের বায়,
পাখি সব ডানা মেলে দূর অজানায়।
মউ লোভে মধুকরী ছুটে দিনভর,
ফুল বনে নেচে নেচে যায় মধুকর।
কোকিলের কূহু ডাকে হৃদ আনচান,
ফাগুনের প্রীতি ডুরে বাঁধা মন-প্রাণ।
টকটকে লাল রঙে শিমুল-পলাশ,
প্রীতিময় ফাগুন টা থাক্ বারোমাস।
রচনাকাল- ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ইং
পাগাড়, টঙ্গী, গাজীপুর।