ঝলমলে রোদ মেঘের কোলে উঠলো আবার হেসে,
শীতের বুড়ি দূর পালালো ফাগুন হাওয়ায় ভেসে।
থোকায় থোকায় আমের মুকুল
আসলো ফাগুন ফুটলো ফুল
শিমুল পলাশ ব্যকুল হয়ে আবির মাখে গায়!
হিজল বনায় পাখির নাচন ঘুঙঘুর পরা পায়।
ডাকছে কোকিল, গাইছে অলি, হাসছে আকাশ নীল,
মুক্ত মনে ঝাজাল রোদে উড়ছে আবার চিল।
সজন ফুলে ভরলো ডাল
ফাগুন হাওয়ায় টাল মাতাল
ঘ্রাণ ছড়ানো উদাস হাওয়া ভাসছে ভুবন ময়,
ফুটছে নিতুই কুসুম কলি কানন সমুদয়।
আগুন সম ফুলকি ঝরে ফাগুন দিনের বায়,
রঙিন নেশায় ঢুলছে সবি দুলছে ইশারায়।
কৃষ্ণচূড়া পলাশ ডালে
মন কাড়া ঐ শুভ্র লালে
ফাগুন হাওয়ায় পরশ পেয়ে মিষ্টি মধুর ডালি সাজায়,
মনো বীণার তারে তারে অমনি প্রেমের বীণা বাজায়।