রুখতে হবে দুর্নীতিবাজ
মুক্ত করি দখলদার,
নির্মূল হউক চাঁদাবাজি
দেশটা সকল জনতার।
দুঃশাসনের ভাঙ্গবো পাঁজর
অবিচার হোক কুপোকাত,
নৈতিকতা আসুক ফিরে
নেই ভেদাভেদ কোন জাত।
মিথ্যে-গুজব, সাম্প্রদায়িক
অপশক্তির হবে নাশ,
আমার দেশের সকল মানুষ
সুখে থাকুক বারো মাস।
রচনাকাল- ১২ আগস্ট ২০২৪ ইং
মুন্ডা, উত্তর খান, ঢাকা ।