ঐক্য গড়ো বিশ্ব মুসলিম
দাও জিহাদের ডাক!
রক্ষা করো ফিলিস্তিনকে
চারদিকে দাও হাঁক।

কেমন করে চুপটি থাকো
নেই কি বিবেক বোধ!
আপন জাতি ধ্বংস হচ্ছে
কোথায় প্রতিরোধ?

রুখতে হবে অপশক্তি
কাফের-মুশরিক দল,
খোদার নামে শপথ করে
চল্ রে রণে চল্!


রচনা কাল- ১৯ মার্চ ২০২৫ ইং
পাগাড়, টঙ্গী, গাজীপুর।