প্রতিবেশি বন্ধু তুমি
আমার সুখের সর্বনাশী!
আবার যখন নিদান আসে
তোমার মুখে অট্টহাসি!
আপনার বেলায় কড়ায়-গন্ডায়
এই যদি হয় বন্ধুর নীতি,
ধিক্কার জানাই অন্তর থেকে
চাই না অমন বন্ধু প্রীতি।
রচনাকাল- ২৩ আগস্ট ২০২৪ ইং
মুন্ডা, উত্তর খান, ঢাকা ।