একফালি চাঁদ তারার মাঝে
মিটমিটি হাসে,
অগোছালো মেঘের ভেলা
গগন জুড়ে ভাসে।

চাঁদের হাসি লুকিয়ে যায়
কালো মেঘের আড়ে,
হঠাৎ আবার ঝলক দেখি
মড়াল বাঁশের ঝাড়ে।


রচনাকাল- ২২ ডিসেম্বর ২০১৮ ইং
মুন্ডা, উত্তর খান, ঢাকা।