আজকে তোকে পড়ছে মনে, পূর্ণ চাঁদের আলো
পূর্ণশশী দেখতে আমার আর না লাগে ভালো!
অন্ধকারে রই বসে,
নীরব ব্যথায় মন ধসে,
শশ্নানকুলি কু-উ ডাকে আঁতকে উঠে প্রাণ!
মাতাল বানায় গহিন রাতে হাসনুহানা ঘ্রাণ!
চাঁদের আলোয় হাসছে ভুবন কাঁদছে আমার মন
কোন ডাকুয়া কেড়ে নিল বুকের মানিক ধন।
অঝর ধারায় যুগল নয়ন,
ভুল ছিল যে স্বপ্ন চয়ন,
ঈশান কোনে মেঘের ডাকে ধরায় অন্ধকার
কালবৈশাখী ঝড়ের মাঝে পাইনি খুঁজে আর।
ফাগুন রাতের চাঁদের আলোয় প্রথম পরিচয়
হঠাৎ আবার চাঁদনী রাতে হৃদয় বিনিময়।
খুলে দিলে হৃদয় দুয়ার,
নয়া গাঙে বইছে জোয়ার,
ফাগুন রাতের উদাস হাওয়ায় কাটে নেশার ঘোর
অরুণ আলোয় ফর্সা হল এলো রঙিন ভোর।
স্কুল পালিয়ে কাশবনে আসতে ছুটে রোজ
চোখ ইশারায় ডাকতে কাছে, রাখতে সদায় খুঁজ।
আলতো ছোঁয়ায় ভরত মন,
মৃদু হাওয়ায় নাচত বন,
কংশ নদের দখিন পাড়ে কাটত বিকেল বেলা
স্রোতের উজান ভাসিয়ে দিতেম রঙিন প্রেমের ভেলা!
হাঁটতে যখন মেঠো পথে লাল দোপাট্টা গায়
রিনিঝিনি বাজত নূপুর রাঙা দু'টি পায়।
থাকতে চেয়ে ডাগর চোখে,
বাজত বীণা আমার বুকে!
মিষ্টি কথায় হাসতে যখন পড়তো গালে টোল
মেঘের ভেলা লজ্জা পেত দেখলে তোরই চুল!
চাঁদের আলোয় ফোন আলাপে জাগতে সারা রাতি
মিষ্টি হেসে বলতে তখন হবে জীবন সাথী।
মৌয়ের বনে অলি'র মেলা,
কাটত যেন রঙিন বেলা,
সে দিন গুলো কেমনে ভুলি, তোর কি মনে পড়ে?
আম কুঁড়াতে আমায় নিয়ে বোশেখ মাসের ঝড়ে।
চাঁদের আলোয় ফাগুন এলো, তুই শুধু নেই কাছে
ভাবিস বুঝি আমার কথা? কেমনে আছি বেঁচে।
হঠাৎ তোকে পড়ল মনে,
চাঁদের আলোয় নিশিক্ষনে,
কিসের মোহে হারিয়ে গেলি এমন নিরুদ্দেশ
আমায় ছেড়ে সুখের নীড়ে আছিস বুঝি বেশ।