ফাল্গুনে বনে বনে কত ফুল ফোটে,
মধু খুঁজে মৌমাছি দল বেঁধে ছুটে।
নীল রঙে ভ্রমরাটি গুনগুন সুরে,
ফুলে ফুলে অলিরা দিনভর ঘুরে।

গাছ ভরা ডালে ডালে কুল পাকে ফাগুনে,
শিমুল-পলাশ ফুটে লাল শিখা আগুনে।
বাঁশি বাজে রাখালের উদাস দুপুরে,
কিশোর-কিশোরী মিলে উল্লাস পুকুরে।

মুখরিত চারিদিক পাখির কলতানে,
রঙিন ঘুড়ি গুলো উড়ে আকাশ পানে।
মুকুলের মৌ মৌ গন্ধ সারা দেশ জুড়ে,
ঝি ঝি পোকা ডেকে যায় নির্জন দুপুরে।

কচি পাতা ফাল্গুনে গাছ গুলো ভরে,
পুলকিত হৃদয়টা আনচান করে।
সুবাসিত বন ফুল নেচে যায় বেলা,
বসন্ত আগমনে প্রকৃতির দোলা।


রচনাকাল- ২৫ জানুয়ারী ২০১৫ ইং
পাগাড়, টঙ্গী, গাজীপুর।