ঘন কালো মেঘ গুলো
জমা হয় আকাশে,
ডাকে মেঘ বায়ু বেগ
দিন হয় ফ্যাকাশে।
এই বুঝি নিশি আজি
চারিদিকে আঁধারে,
শনশন গর্জন
ঝড় এলো দাদা রে।
মাঠে ধেনু দাদা গেনু
ত্বরা করে উঠেরে,
ভয়ে সাড়া দিশেহারা
নীড়ে পাখি ছুটেরে।
কাজ ছেড়ে বাড়ি ফেরে
সব মোঠে মজুরে,
পড়ে ডাল ভাঙ্গে চাল
ঝড় বহে স্বজোর।
মরমর থঁরথঁর
কাঁপে ধরা ঝড়েতে,
লাগে ভয় কী যে হয়
একা একা ঘরেতে।