বিজয় নিয়ে আসল খোকন, বীর সেনানীর বেশে
আনন্দের ঢেউ দাও ছড়িয়ে লাল সবুজের দেশে।
হাসনুহানা গন্ধ ছড়ায়,
প্রজাপতি রঙিন ডানায়,
বিজয় দিনের সুরের ধ্বনি পাখ-পাখালির গানে
চিত্তে হৃদয় নৃত্যে দুলে বিজয় সুখের টানে।
জয় উল্লাসে ফলাধরে, চাষীর মুখে হাসি
উদাস সুরে কদমতলে রাখাল বাজায় বাঁশি।
দখিণ হাওয়ায় পুষ্প নাচে,
আকাশ সাজে নীলের আঁচে,
নেচে-গেয়ে দাঁড় টানে, মাল্লা মাঝির দলে
মেঠোপথে সুরে সুরে গাড়িয়াল ভাই চলে।
শহর-নগর, পল্লী গাঁয়ে সাজ সাজ রব
জোয়ান-বুড়ো, খোকা-খুকু উল্লাসে আজ সব।
কিশোর সকল রঙে-ঢংয়ে
বিজয় দিনের সাজ অঙ্গে,
বিজয় নিশান উড়ছে দেখ, বিজয় রাণীর বেশে
আনন্দের ঢেউ দাও ছড়িয়ে লাল সবুজের দেশে।