বুলেট-বোমায় জ্বলছে গাজা
কেড়ে নিচ্ছে প্রাণ!
ধ্বংসলীলা দেখছ চেয়ে
কেমন মুসলমান?

বিন্দু জলে সিন্ধু ভরে
খোদার মেহেরবান,
সকল মিলে এক হয়ে যাও
বিশ্ব মুসলমান।

শিশু-কিশোর, বৃদ্ধ-নারী
মরছে প্রতিদিন!
ইসরায়েলকে রুখে দাঁড়াও
বাঁচাও ফিলিস্তিন।

মৌনতা নয় হোক প্রতিবাদ
আর থেকো না চুপ!
জালিম গুলো চেয়ে দেখুক
মুসলমানের রূপ!


রচনাকাল- ২০ মার্চ ২০২৫ইং
পাগাড়, টঙ্গী, গাজীপুর।