রুদ্ধ বিবেক মৌন সবাই!
মানবতা কই?
মরছে শিশু বৃদ্ধ-নারী
চেয়ে দেখো ঐ।
ধ্বংসযজ্ঞ হচ্ছে নিত্য
ফিলিস্তিনের বুক!
মানবতার ঝাণ্ডা হাতে
চুপ সকলের মুখ!
বিশ্ব মাথা মোড়ল যাঁরা
কেমন তাঁদের বোধ!
বৃদ্ধ-শিশুর আহাজারি
নাই রে প্রতিরোধ।
জেগে উঠো বিশ্ব মুসলিম
বাজাও রণ বীণ!
মুসলমানের পবিত্র ভূম
বাঁচাও ফিলিস্তিন।
রচনাকাল- ২ নভেম্বর ২০২৩ ইং
মুন্ডা, উত্তর খান, ঢাকা।