যেথায় থাকি দূরে কাছে মন টানে বারবার,
সে যে আমার জন্মভূমি আটপাড়া নাম তার।
ময়মনসিংহ বিভাগ মোদের জেলা নেত্রকোনা,
বাঘরা-গণেশ, কামরাইল হাওরে ফলে ফসল সোনা।
রবিশস্য সেথায় ভরা নাই তুলনা যার,
সে যে আমার জন্মভূমি আটপাড়া নাম তার।
ছায়াঘেরা সবুজ গাঁয়ে মুখর পাখির ডাকে,
ফল-ফসল আর ফুলের সুবাস প্রাণ জুড়িয়ে রাখে।
নাড়ির টানে সবাই ছুটে সেথায় বারে বার,
সে যে আমার জন্মভূমি আটপাড়া নাম তার।
খালেকদাদ আর হেলাল হাফিজ তাঁদের জন্ম স্থান,
আদি যুগের কবি কান্হপা আটপাড়ার সন্তান।
চর্যা পদে শ্রেষ্ঠ তিনি তুল্য হয় না যাঁর,
সে যে আমার জন্মভূমি আট পাড়া নাম তার।
তুলাই-মগড়া, ঘোড়াউতরা কতই নদী আছে,
হাওর-নদী, খালে-বিলে ভরা অনেক মাছে।
প্রাণ টি জুড়ায় সেথায় গেলে দুখ থাকেনা আর,
সে যে আমার জন্মভূমি আট পাড়া নাম তার।
রচনাকাল- ২১ অক্টোবর ২০২৩ ইং
মুন্ডা, উত্তর খান, ঢাকা।